মাধ্যমিক সাজেশন ২০২৩|Madhyamik Test Series |Bengali (Set-II)|Madhyamik Suggestion 2023| WB Madhyamik 2023| Class 10 | Madhyamik 2023 |

মাধ্যমিক সাজেশন ২০২৩

Madhyamik Suggestion 2023

আপনি কি আসন্ন মাধ্যমিক পরীক্ষার সাজেশন পিডিএফে ডাউনলোড করতে চাইছেনতাহলে আপনি সঠিক ওয়েবসাইটে রয়েছেন। আমরা এই ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষার সাথে জড়িত সমস্ত কিছু অর্থাৎ প্রশ্নপত্রসাজেশন,মডেল প্রশ্ন শেয়ার করেছি

সাজেশন পাশাপাশি প্রশ্নপত্র আপলোড করা হয়েছে। বিগত কয়েক বছরের প্রশ্ন এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। পোস্টটি সঠিকভাবে পড়ুন যাতে আপনি মাধ‍্যমিক প্রশ্নপত্রে সমস্ত তথ্য পেতে পারেন। এখানে সমস্ত প্রশ্নপত্রের নমুনা প্রশ্নপত্র রয়েছে। বিগত বহু বছরের প্রশ্নটি এখানে দেওয়া হয়। এটি অবশ্যই আপনাকে আসন্ন পরীক্ষার প্রশ্নপদ্ধতি জানতে সহায়তা করবে। আমাদের পোস্টের একটিমাত্র উদ্দেশ্য রয়েছে যাতে শিক্ষার্থীরা সমস্ত সঠিক তথ্য পেতে পারে। এই ব্লগে প্রশ্নপত্র প্রকাশের একমাত্র উদ্দেশ্য হ'ল শিক্ষার্থীদের প্রশ্নের ফর্ম্যাট বুঝতে সহায়তা করা। এখানে আপনি পিডিএফ আসল প্রশ্নপত্র ডাউনলোড করতে পারেন। প্রশ্নটি পিডিএফে ডাউনলোড করুন

Bengali Question Paper

WBBSE Madhyamik Exam Suggestion 2023

মাধ্যমিক সমস্ত বিষয়ের 2023 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ – Madhyamik All Subjects Suggestion 2023 নিচে দেওয়া রয়েছে। মাধ্যমিক  সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ MCQ, সংক্ষিপ্তঅতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik All Subjects Examination 2023 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।  আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর পরীক্ষার জন্য Madhyamik All Subjects Suggestion 2023 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ খুঁজে চলেছেনতারা নিচে দেওয়া Madhyamik All Subjects Suggestion 2023 – মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। Madhyamik All Subjects 2023 পরীক্ষা তে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি।

প্রতিটি বিষয়ের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা এই সাজেশন করা হয়েছে। আমরা বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলোকে এবং বিগত কয়েক বছরের মাধ্যমিক প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে এই সাজেশন তৈরি করেছি ২০২৩ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য

Madhyamik Suggestion 2023

Class-X
Subject-Bengali (Set-I)

Time:3 hr 15 min                                                                         Full Marks-90

১. সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ পান্নালাল প্যাটেল হলেন-
ক) পারি
খ) মালয়ালম
গ) গুজরাটি
ঘ) মারাঠি ভাষার লেখক
১.২ 'আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন'-তপনের যে সুযোগের বলা হয়েছে।
ক) লেখক হওয়ার সুযোগ
খ) মামার বাড়িতে ছুটি কাটানোর সুযোগ
গ) মেসোর সঙ্গে কথা বলার সুযোগ
ঘ) লেখককে দেখবার সুযোগ
১.৩ ইসাবের মেজাজ চড়ে গেল' কারণ’—
(ক) ছেলেরা অমৃতকে ভেঙাচ্ছিল দিয়েছিল
(খ) কালিয়া অমৃতকে মাটিতে ফেলে
(গ) কালিয়া ইসাবকে উত্যক্ত করছিল
(ঘ) অমৃত কাপছিল
১.৪ নদের চাঁদের বয়স ছিল
(ক) ৩০ বছর
(গ) ৩৬ বছর
(খ) ৩২ বছর
(ঘ) ৩৮ বছর
১.৫ ‘খণ্ড খণ্ড করিয়া কাটিনু - কাকে কাটার কথা বলা হয়েছে।
(ক) দাশরথিকে
(খ) বৈরিদলকে
(গ) শত্রুদলকে
(ঘ) রাক্ষসরাজকে
১.৬ 'কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন'-
ক) কবি
খ) প্রাবন্ধিক
গ) নাট্যকার
ঘ) দার্শনিক
১.৭ 'অসুখী একজন' কবিতাটির উৎস হল-
ক) প্রাণের স্পেন
খ) কুড়িটা প্রেমের কবিতা
গ) বিদেশী ফুলে রক্তের ছিটে
ঘ) চিলির পাথর
১.৮ কোথায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য ?
ক) ইতালি-ইউরোপে
খ) ইংল্যান্ড-আমেরিকায়
গ) ইউরোপ-আমেরিকায়
ঘ) ভারত-চীনে
১.৯ ‘চির-সুখী' কোন সমাসের উদাহরণ?
ক) করণ তৎপুরুষ
খ) ব্যাপ্তি তৎপুরুষ
গ) কর্ম তৎপুরুষ
ঘ) অপাদান তৎপুরুষ
১.১০ ‘চুপ করো’-কী জাতীয় বাক্য?
ক) বিস্ময়সূচক
খ) প্রশ্নসূচক
গ) নির্দেশক
ঘ) অনুজ্ঞাবাচক বাক্য
১.১১ ‘যাকে তুলনা দেওয়া হয় সেটি হল'-
ক) উপমেয়
খ) উপমান
গ) সাধারণ ধর্ম
ঘ) তুলনাবাচক শব্দ
১.১২ ‘সাপেক্ষ পদ' কী জাতীয় বাক্যে ব্যবহৃত হয়?
ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) প্রশ্নসূচক বাক্য
১.১৩ কর্মবাচ্যের কর্তাকে কী বলে?
ক) উক্ত কর্তা
খ) ব্যতিহার কর্তা
গ) অযুক্ত কর্তা
ঘ) উদ্দেশ্য কর্তা
১.১৪ নীচের কোনটি কর্ম কর্তৃবাচ্য?
ক) পাখিরা আকাশে ওড়ে
খ) বাঘ ডাকে
গ) সে ঢাক বাজায়
ঘ) বাঁশি বাজে
১.১৫ খাঁটি গোরুর দুধ সুস্বাদু বাক্যটিতে নির্মাণগত শর্তগুলির কোনটি লঙ্ঘিত হয়েছে?
ক) যোগ্যতা
খ) আকাঙ্ক্ষা
গ) আসক্তি
ঘ) কোনটিই নয়
১.১৬ নিম্নলিখিত কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের উদাহরণ-
ক) দেশান্তর
খ) তেপান্তর
গ) গ্রামান্তর
ঘ) লোকান্তর
১.১৭ ‘অনশন' শব্দটির কোন সমাস করা যাবে?
ক) নঞ তৎপুরুষ
খ) নঞ বহুব্রীহি
গ) অব্যয়ীভাব
খ) নিত্যসমাজ


২. কম বেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও: (১৯×১=১৯)
২.১ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :(৪×১=৪)
২.১.১ মানুষ যেমন কাঁদে'-কে, কেন কেঁদেছিল?
২.১.২ ‘বুড়োমানুষের কথাটা শুনো-বুড়ো মানুষ কোন কথা বলেছিলেন?
২.১.৩ ‘বড়ো চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা'-সন্ধ্যার চেহারাটির বর্ণনা দাও।
২.১.৪ 'ফতোয়া জারি করে দিল' ফতোয়াটা কি?
২.১.৫ "ক্রমণ ও কথাটা ছড়িয়ে পড়ে'- কোন কথাটা?
২.২ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :(৪×১=৪)
২.২.১ ‘সেখানে শহর ছিল' সেখানে এখন কী আছে?
২.২.২ আমাদের পথ নেই আর' পথ না থাকার কারণ কী?
২.২.৩ 'অতি মনোহর দেশ সে দেশের বিশেষত্ব লেখো।
২.২.৪ 'সমুদ্র পারে সেই মুহূর্তে কবি কী করছিলেন?
২.২.৫. 'নাদিলা কর্বুর দল'-কর্পূর দলের এমন আচরণের কারণ কী?
২.২.৬ 'আঁকড়ে ধরে সে খড়কুটো'-'সে খড়কুটো' বলতে কী বোঝানো হয়েছে?
২.৩ যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :(৩×১=৩)
২.৩.১ 'এর মানে বুঝতে বাধা হয়নি' কীসের মানে বুঝতে বাধা হয়নি?
২.৩.২ ‘তাই এই ব্যবস্থা'- কোন ব্যবস্থার কথা বলা হয়েছে?
২.৩.৩ 'তাদের নতুন করে শিখতে হচ্ছে'—কী শিখতে হচ্ছে?
২.৩.৪ “বাস! ভ্যাবা চ্যাকা খেয়ে গেলাম”- ভ্যাবাচ্যাকা খেয়ে যাওয়ার কারণ কী?
২.৪ যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও :(৮×১=৮)
২.৪.১ বাক্যের নৈকট্য বা আসক্তি বলতে কী বোঝ?
২.৪.২ হেতুময় করণ কাকে বলে উদাহরণ দাও।
২.৪.৩ একটি অলোপ বহুব্রীহি সমাসের উদাহরণ দাও। ২.৪.৪ তির্যক বিভক্তি বুঝিয়ে লেখো।
২.৪.৫ দ্বিগু সমাসের সঙ্গে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের পার্থক্য কী?
২.৪.৬ ভাববাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো।
২.৪.৭ শুনেছি, মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব? - প্রশ্ন পরিহার করো।
২.৪.৮ পরণে ছোটো বহরের একটি সাদা থান জটিল বাক্যে পরিণত করো।
২.৪.৯ সে অঙ্কে কাঁচা-রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো।
৩. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও : (৩+৩=৬)
৩.১ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :(১×৩=৩)
৩.১.১ তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের' কে, কীভাবে অপমানিত হয়েছিল? (১+২)
৩.১.২ ‘কিন্তু পরিবে কি?' কী পারা নিয়ে নদের চাঁদ সংশয় প্রকাশ করেছে? চরিত্রটি বলো। (১+২)
৩.২ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (১×৩=৩)
৩.২.১ অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল'- অশুভ ধ্বনি বলতে কী বোঝানো হয়েছে? দিনের 'অন্তিমকাল' ঘোষণা করার অর্থ বুঝিয়ে দাও? (১+২)
৩.২.২ সিন্ধুপারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল”-সিন্ধুপারের সিংহদ্বারে কী? সেখানকার আগল কে, কীভাবে ভাঙল? (১+২)
৪. কমবেশি ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : (৫)
৪.১ "এখানে খেলা চলিবে না, সাবধানে ঘুরে দাঁড়ানোই প্রয়োজন'-'খেলা' বলতে কী বোঝানো হয়েছে। 'সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন' কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো।(২+৩)
৪.২ “বহুরূপীর জীবন এর বেশি কী আশা করতে পারে ?'-উক্তির প্রেক্ষিতে চরিত্রটি বিশ্লেষণ করো। ৫
৫. কমবেশি ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : (৫)
৫.১ 'অস্ত্র ফ্যালে, অস্ত্র রাখো গানের দুটি পারে... - অস্ত্রের বিরুদ্ধে গানকে কীভাবে কবি হাতিয়ার করে তুলতে চান ব্যাখ্যা করো।
৫.২ অন্ধকারে বন্ধ কূপে' বলতে কবি কী বুঝিয়েছন? দেবতা বাঁধা যজ্ঞযুপে/ পাষাণস্তূপে-বলার কারণ বিশ্লেষণ করো। (২+৩)
৬. কমবেশি ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:(৫)
৬.১ 'অনেকে মনে করেন পাড়িভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়’--মতটিকে কি তুমি সমর্থন করো? আলোচনা করে বুঝিয়ে দাও। "বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে'-বঙ্কিমচন্দ্র কোন্ রচনায় কী প্রসঙ্গে কথাটি লিখেছিলেন? প্রাবন্ধিক শ্রীপান্থ কোন্ প্রসঙ্গে উদ্ধৃতিটি ব্যবহার করেছেন বুঝিয়ে দাও। (২+৩)
৭. কমবেশি ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : (৫)
৭.১ “তোমাদের কাছে আমি লজ্জিত'-কে, কাদের কাছে লজ্জিত? লজ্জা পাওয়ার কারণ বিশ্লেষণ করো।(১+৩) ৭.২ 'আছে শুধু প্রতিহিংসা'-মন্তব্যটি কার? তার প্রতিহিংসার কারণ নাট্যাংশ অবলম্বনে ব্যাখ্যা করো।(১+৩)
৮. কমবেশি ১৫০ শব্দে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও : (২x৫=১০)
৮.১ "ক্ষিতীশের একটা হাত তোলা। চোয়াল শক্ত' ক্ষিতীশ সিংহের এইরকম প্রতিক্রিয়ার কারণ কী? (৫)
৮.২ 'দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো।(৫)
৮.৩ 'এটা বুকের মধ্যে পুষে রাখুক'—বুকের মধ্যে কী পুষে রাখার কথা বলা হয়েছে? ক্ষিদ্দা কেন এই পুষে রাখার কথা ভাবছেন?(২+৩)
৯.চলিত গদ্যে বঙ্গানুবাদ করো :(৪)
Wealth is no doubt necessary for happiness in life. But it has a tendency to concentrate in the hands of a few. The result is the rich become richer and the poor poorer. This is certainly a misuse wealth. It should be fairly distributed among all, so misure of that it may bring happiness to the greatest number of people in the society.
১০. কমবেশি ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : (১x৫=৫)
১০.১ “ডেঙ্গি রোগের প্রতিরোধ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো।
১০.২ 'জলাভূমি বুজিয়ে আবাসন নির্মাণের ভয়াবহতা' নিয়ে একটি প্রতিবেদন রচনা করো।
১১. কমবেশি ৪০০ শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো : ১০
১১.১ শিক্ষামূলক ভ্রমণের প্রয়োজনীয়তা
১১.২ চরিত্রগঠনে খেলাধূলার প্রয়োজনীয়তা
১১.৩ বিজ্ঞান ও কুসংস্কার
১১.৪ জল সংরক্ষণের প্রয়োজনীয়তা
১১.৫ সার্ধ শতবর্ষে ভগিনী নিবেদিতা।

মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩

     মাধ্যমিক  সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 (Madhyamik 2023 / WB Madhyamik 2023 / MP Exam 2023 / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam 2023 / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha 2023 ) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে www.webengalstudents.in এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) সমস্ত বিষয়ের পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik All Subjects Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE All Subjects Suggestion / Madhyamik Class 10th All Subjects Suggestion 2023 / Class X All Subjects Suggestion / Madhyamik Pariksha All Subjects Suggestion / All Subjects Madhyamik Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question and Answer / Madhyamik All Subjects Suggestion 2023 FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা সম্পন্ন হলো । আমাদের ছোট প্রচেষ্টা ছাত্রছাত্রীপরীক্ষার্থীদের উপকারে লাগলে আমরা খুশি হব।আমাদের প্রয়াস  মাধ্যমিক সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 / দশম শ্রেণী সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ / পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ / দশম শ্রেণী সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ (Madhyamik All Subjects Suggestion 2023 / West Bengal Board of Secondary Education – WBBSE All Subjects Suggestion 2023 / Madhyamik Class 10th All Subjects Suggestion 2023 / Class X All Subjects Suggestion 2023 / Madhyamik Pariksha All Subjects Suggestion 2023 / Madhyamik All Subjects Exam Guide 2023 / Madhyamik All Subjects MCQ , Short , Descriptive  Type Question and Answer 2023 / Madhyamik All Subjects Suggestion 2023 FREE PDF Download) সফল হবে।

ছাত্রছাত্রীপরীক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik Suggestion 2023" মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ ” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই  www.webengalstudents.in  ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি অনুসরণ করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন ধন্যবাদ।

মাধ্যমিক বাংলা সাজেশন 2023 (সেট-I)

মাধ্যমিক ইংরেজি সাজেশন 2023 (সেট-I)

মাধ্যমিক গণিত সাজেশন 2023            

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2023

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023

মাধ্যমিক ভূগোল সাজেশন 2023

Post a Comment

0 Comments