মাধ্যমিক সাজেশন ২০২৩|Madhyamik Test Series |Mathematics (Set-I)|Madhyamik Suggestion 2023| WB Madhyamik 2023| Class 10 | Madhyamik 2023 |

মাধ্যমিক সাজেশন ২০২৩

Madhyamik Suggestion 2023

আপনি কি আসন্ন মাধ্যমিক পরীক্ষার সাজেশন পিডিএফে ডাউনলোড করতে চাইছেনতাহলে আপনি সঠিক ওয়েবসাইটে রয়েছেন। আমরা এই ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষার সাথে জড়িত সমস্ত কিছু অর্থাৎ প্রশ্নপত্রসাজেশন,মডেল প্রশ্ন শেয়ার করেছি

সাজেশন পাশাপাশি প্রশ্নপত্র আপলোড করা হয়েছে। বিগত কয়েক বছরের প্রশ্ন এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। পোস্টটি সঠিকভাবে পড়ুন যাতে আপনি মাধ‍্যমিক প্রশ্নপত্রে সমস্ত তথ্য পেতে পারেন। এখানে সমস্ত প্রশ্নপত্রের নমুনা প্রশ্নপত্র রয়েছে। বিগত বহু বছরের প্রশ্নটি এখানে দেওয়া হয়। এটি অবশ্যই আপনাকে আসন্ন পরীক্ষার প্রশ্নপদ্ধতি জানতে সহায়তা করবে। আমাদের পোস্টের একটিমাত্র উদ্দেশ্য রয়েছে যাতে শিক্ষার্থীরা সমস্ত সঠিক তথ্য পেতে পারে। এই ব্লগে প্রশ্নপত্র প্রকাশের একমাত্র উদ্দেশ্য হ'ল শিক্ষার্থীদের প্রশ্নের ফর্ম্যাট বুঝতে সহায়তা করা। এখানে আপনি পিডিএফ আসল প্রশ্নপত্র ডাউনলোড করতে পারেন। প্রশ্নটি পিডিএফে ডাউনলোড করুন

madhyamik suggestion 2023

WBBSE Madhyamik Exam Suggestion 2023

মাধ্যমিক সমস্ত বিষয়ের 2023 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ – Madhyamik All Subjects Suggestion 2023 নিচে দেওয়া রয়েছে। মাধ্যমিক  সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ MCQ, সংক্ষিপ্তঅতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik All Subjects Examination 2023 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।  আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর পরীক্ষার জন্য Madhyamik All Subjects Suggestion 2023 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ খুঁজে চলেছেনতারা নিচে দেওয়া Madhyamik All Subjects Suggestion 2023 – মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। Madhyamik All Subjects 2023 পরীক্ষা তে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি।

প্রতিটি বিষয়ের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা এই সাজেশন করা হয়েছে। আমরা বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলোকে এবং বিগত কয়েক বছরের মাধ্যমিক প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে এই সাজেশন তৈরি করেছি ২০২৩ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য

Madhyamik Suggestion 2023

Madhyamik Test Series

Class-X
Subject-Mathematics Set-I

 মাধ্যমিক গণিত সাজেশন 2023

1. নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো :1x6=6
i) কমল বিমল একত্রে যথাক্রমে 2500 টাকা এবং 2000 টাকা মূলধন দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করার এক বছর পর ব্যবসায় মোট 1890 টাকা লাভ করলো। বিমলের লভ্যাংশের পরিমাণ হবে
a) 1050
টাকা
b) 900
টাকা
c)840
টাকা
d) 800
টাকা
ii)
যদি ax2 +abcx + bc = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অন্যোন্যক হয় তাহলে
a) abc = 1
b) b = ac
c) bc = 1
(d) a = bc
iii) O
কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস। M পরিধিস্থ একটি বিন্দু।MAB = 72° হলে, MBA এর মান
a) 72°
b) 18°
c) 108°
d)
কোনোটিই নয়।
iv)
যদি secθ+tanθ=x হয়, তাহলে secθ এর মান হবে
a) x2+1/x
b) x2+1/2x
c) x2-1/2x
d) x2-1/x
v)
একটি গোলক এবং একটি শঙ্কুর ব্যাস সমান এবং আয়তন সমান। শঙ্কুর উচ্চতা ব্যাসের অনুপাত
a) 3:2
b) 4 : 1
c) 2 : 1
d) 8 : 1
vi)
একটি পরিসংখ্যা বিভাজনে শ্রেণিগুলি 1-10, 11-20, 21-30, 31-40, 41-50 হলে, প্রতিটি শ্রেণির দৈর্ঘ্য
a) 9
b) 9.5
c) 10
d) 5.5

Madhyamik Math Suggestion 2023

2. শূন্যস্থান পূরণ করো : (যে কোনো 5টি) 1x 5 = 5
i) বার্ষিক 10% সুদের হারে 8000 টাকার দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ _________ টাকা।
ii) (3-2√5)
এবং (5+8) এর সমষ্টি ________
iii)
যদি pqx=qry=rpz হয়, তাহলে x : y : z হবে ________
iv) tanθ.tan2θ= 1
হলে cos2θ-এর মান ________
v)
একটি বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ হবে বৃত্তের ________
vi) 2,3,4,5
সংখ্যাগুলির মধ্যমা ________
3. সত্য/মিথ্যা যাচাই করো : (যে কোনো 5টি) 1x5=5
i) একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা। দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। 2 বছর পর দ্রব্যটির মূল্য হবে 81 টাকা।
ii)
একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ভূমির ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু হবে।
iii) x:y
এবং p:q এর মিশ্র অনুপাতটি হবে xq:yp.
iv) O
কেন্দ্রীয় বৃত্তের AB CD জ্যা-দুটির দৈর্ঘ্য সমান। AOB=60° হলে COD এর মান 45° হবে।
v)
যদি Cosθ+Secθ =2 হয় তাহলে Cos4θ + sec4θ এর মান হবে 211.
vi) 3, 14, 18, 20, 5
তথ্যের মধ্যমা 18.
4. যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও : 2x10 = 20
i) বার্ষিক 10% হার সুদে কোনো আসলের 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত?
ii)
কোনো ব্যক্তির বেতন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেয়ে তৃতীয় বছরের শেষে বেতন হয় 13310 টাকা। ওই ব্যক্তির মূল বেতন কত ছিল?
iii)
একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 5 এবং বীজদ্বয়ের ঘনের সমষ্টি 35; সমীকরণটি গঠন করো।
iv) x +1/x=√3
হলে, x3+1/x3 এর মান নির্ণয় করো।
v) 2sin2θ + 3cos2θ
এর সর্বনিম্ন মানটি কত?
vi)
একটি উল্লম্ব স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভটির দৈর্ঘ্যের অনুপাত 3:1 হলে সূর্যের উন্নতি কোণ কত?
vii) ΔABC
এবং ΔXYZ পরম্পর সদৃশ, যাদের A=X, B=Y, C=ZAB = 3cm; BC = √3 cm এবং XY=7cm হলে YZ-এর মান কত?
viii) ABCD
একটি বৃত্তস্থ চতুর্ভুজ। BC ব্যাস এবং ADC =130° | ACB = কত?
ix) 10 cm
দৈর্ঘ্যর ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যা-এর দৈর্ঘ্য 12cmবৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত?
x)
একটি লম্ব-বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12cm এবং আয়তন 100π ঘন সেমি। শম্ভুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত?
xi)
একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 cm; ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত?
xii) 12, 15
এবং 20 সংখ্যা তিনটির পরিসংখ্যা যথাক্রমে (x+2), x এবং (x-1)যদি পরিসংখ্যা বিভাজনের গড় 14×5 হয়, তাহলে x এর মান কত?
5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5x1=5
i) কিছু টাকা চক্রবৃদ্ধি সুদে এক বছরে 6600 টাকা এবং 3 বছরে 7986 টাকা হয়। টাকার পরিমাণ এবং সুদের হার নির্ণয় করো।
ii)
একটি যৌথ ব্যবসায়ে B- মূলধন A- মূলধনের 11/2 গুণ।8 মাস পর B তার মূলধনের অর্ধেক তুলে নেয় এবং আরও 2 মাস পর A তার মূলধনের 1/4 অংশ তুলে নেয়। যদি বছরের শেষে মোট লাভ হয় 53000 টাকা তাহলে প্রত্যেক কত টাকা পাবে?
6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :3x1=3
i) সমাধান করো :
a/x-a+b/x-b=2c/x-c (x≠a,b,c)
ii)
একটি ট্রেন সমবেগে 200 কিমি যায়। যদি ট্রেনটির গতিবেগ 5 কিমি/ঘণ্টা বেশি হয়, তাহলে ওই দূরত্ব যেতে ট্রেনটির 2 ঘণ্টা সময় কম লাগে। ট্রেনের গতিবেগ কত ?
7. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 3x1=3
i) সরল করো : 1/(√2+√3) - (√3+1)/(2+√3) + (√2+1)/(3+2√2)
ii)
যদি 3x -4y√xy হয়, তবে প্রমাণ করো x2+y2xy
8. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 3x1=3
i) a²/(b+c)=b²/(c+a)=c²/(a+b)=1 হলে, দেখাও যে,
1/(1+a)+1/(1+b)+1/(1+c)=1
ii) p+q/p-q=a/b
হলে, দেখাও যে, q²+pq/p²-pq=a²-ab/b²+ab
9. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5x1=5
i) প্রমাণ করো যে বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সাথে বহিঃস্থ বিন্দুর সংসোজক রেখাংশ দুটি সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে।
ii)
পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো।
10. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 3x1=3
i) তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। প্রমাণ করো যে, ওই বৃত্ত তিনটির কেন্দ্রগুলি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু।
ii) ABC
ত্রিভুজে BAC সমকোণ। CD মধ্যমা হলে, দেখাও যে, BC2=CD2 +3AD2
11.
যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5x1=5
i)
জ্যামিতিক পদ্ধতিতে 4cm এবং 3cm এর মধ্যসমানুপাতী নির্ণয় করো।
ii) 3cm, 4cm
এবং 5cm বাহুবিশিষ্ট ত্রিভুজের অর্ন্তবৃত্ত অঙ্কন করো।
12. যে কোনো দুটি প্রশ্নেরর উত্তর দাও : 3×2=6
i) একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3, ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত?
ii)
মান নির্ণয় করো : 2(Cos460°+Sin430° ) - (tan 260° + cot245°) + 3sec230°
iii)
যদি secθ+tanθ= 2 + √5 হয়, তাহলে cosθ-এর মান নির্ণয় করো।
13. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5x1=5
i) যখন সূর্যের উন্নতি কোন 30°, একটি উল্লম্ব স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি যখন সূর্যের উন্নতি কোণ 45°স্তম্ভের উচ্চতা নির্ণয় করো।
ii) 80
মিটার উঁচু একটি বাতি-ঘরের শীর্ষ থেকে বাতিঘরের একই পাশে একই অনুভূমিক রেখায় অবস্থিত দুটি জাহাজের অবনতি কোণ যথাক্রমে 30° এবং 40° হয়। জাহাজ দুটির মধ্যবর্তী দূরত্ব কত? (√3=1.732, tan50°= 1.191)
14. যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও : 4x2 = 8
i) একটি নিরেট আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ উচ্চতার অনুপাত 4:3:2 এবং সমগ্রতলের ক্ষেত্রফল 468 বর্গসেমি। আয়তঘনকটির আয়তন কত ?
ii) 4.2
ডেসিমিঃ দৈর্ঘ্যের ধারবিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ব-বৃত্তাকার শঙ্কু পাওয়া যায়, তার আয়তন কত?
iii)
একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ব্যাস এবং উচ্চতা উভয়েই 21cmচোঙটি থেকে যে সর্ববৃহৎ গোলকটি পাওয়া যাবে। তার আয়তন কত?
15. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 4x2=8
a) নীচের পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 54 হলে, K-এর মান নির্ণয় করো

শ্রেণি

0-20

20-40

40-60

60-80

80-100

রিসংখ্যা

7

11

k

9

13


b)
নীচের পরিসংখ্যা বিভাজন ছক থেকে মধ্যমা নির্ণয় করো:

শ্রেণি

0-10

10-20

20-30

30-40

40-50

50-60

রিসংখ্যা

8

10

24

16

15

7

c) নীচের প্রদত্ত তথ্যের একই অক্ষ বরাবর ক্ষুদ্রতর সূচক ওজাইভ এবং বৃহত্তর সূচক ওজাইভ অঙ্কন করে মধ্যমা নির্ণয় করো—

শ্রেণি

100-120

120-140

140-160

160-180

180-200

রিসংখ্যা

12

14

8

6

10

 

মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩

     মাধ্যমিক  সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 (Madhyamik 2023 / WB Madhyamik 2023 / MP Exam 2023 / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam 2023 / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha 2023 ) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে www.webengalstudents.in এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) সমস্ত বিষয়ের পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik All Subjects Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE All Subjects Suggestion / Madhyamik Class 10th All Subjects Suggestion 2023 / Class X All Subjects Suggestion / Madhyamik Pariksha All Subjects Suggestion / All Subjects Madhyamik Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question and Answer / Madhyamik All Subjects Suggestion 2023 FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা সম্পন্ন হলো । আমাদের ছোট প্রচেষ্টা ছাত্রছাত্রীপরীক্ষার্থীদের উপকারে লাগলে আমরা খুশি হব।আমাদের প্রয়াস  মাধ্যমিক সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 / দশম শ্রেণী সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ / পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ / দশম শ্রেণী সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ (Madhyamik All Subjects Suggestion 2023 / West Bengal Board of Secondary Education – WBBSE All Subjects Suggestion 2023 / Madhyamik Class 10th All Subjects Suggestion 2023 / Class X All Subjects Suggestion 2023 / Madhyamik Pariksha All Subjects Suggestion 2023 / Madhyamik All Subjects Exam Guide 2023 / Madhyamik All Subjects MCQ , Short , Descriptive  Type Question and Answer 2023 / Madhyamik All Subjects Suggestion 2023 FREE PDF Download) সফল হবে।

ছাত্রছাত্রীপরীক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik Suggestion 2023" মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ ” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই  www.webengalstudents.in  ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি অনুসরণ করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন ধন্যবাদ।

মাধ্যমিক বাংলা সাজেশন 2023

মাধ্যমিক ইংরেজি সাজেশন 2023

মাধ্যমিক গণিত সাজেশন 2023

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2023

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023

মাধ্যমিক ভূগোল সাজেশন 2023

Post a Comment

0 Comments