মাধ্যমিক সাজেশন ২০২৩|Madhyamik Test Series |Bengali (Set-I)|Madhyamik Suggestion 2023| WB Madhyamik 2023| Class 10 | Madhyamik 2023 |

মাধ্যমিক সাজেশন ২০২৩

Madhyamik Suggestion 2023

আপনি কি আসন্ন মাধ্যমিক পরীক্ষার সাজেশন পিডিএফে ডাউনলোড করতে চাইছেন? তাহলে আপনি সঠিক ওয়েবসাইটে রয়েছেন। আমরা এই ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষার সাথে জড়িত সমস্ত কিছু অর্থাৎ প্রশ্নপত্রসাজেশন,মডেল প্রশ্ন শেয়ার করেছি

সাজেশন পাশাপাশি প্রশ্নপত্র আপলোড করা হয়েছে। বিগত কয়েক বছরের প্রশ্ন এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। পোস্টটি সঠিকভাবে পড়ুন যাতে আপনি মাধ‍্যমিক প্রশ্নপত্রে সমস্ত তথ্য পেতে পারেন। এখানে সমস্ত প্রশ্নপত্রের নমুনা প্রশ্নপত্র রয়েছে। বিগত বহু বছরের প্রশ্নটি এখানে দেওয়া হয়। এটি অবশ্যই আপনাকে আসন্ন পরীক্ষার প্রশ্নপদ্ধতি জানতে সহায়তা করবে। আমাদের পোস্টের একটিমাত্র উদ্দেশ্য রয়েছে যাতে শিক্ষার্থীরা সমস্ত সঠিক তথ্য পেতে পারে। এই ব্লগে প্রশ্নপত্র প্রকাশের একমাত্র উদ্দেশ্য হ'ল শিক্ষার্থীদের প্রশ্নের ফর্ম্যাট বুঝতে সহায়তা করা। এখানে আপনি পিডিএফ আসল প্রশ্নপত্র ডাউনলোড করতে পারেন। প্রশ্নটি পিডিএফে ডাউনলোড করুন

Madhyamik Suggestion 2023

WBBSE Madhyamik Exam Suggestion 2023

মাধ্যমিক সমস্ত বিষয়ের 2023 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ – Madhyamik All Subjects Suggestion 2023 নিচে দেওয়া রয়েছে। মাধ্যমিক  সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik All Subjects Examination 2023 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।  আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর পরীক্ষার জন্য Madhyamik All Subjects Suggestion 2023 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া Madhyamik All Subjects Suggestion 2023 – মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। Madhyamik All Subjects 2023 পরীক্ষা তে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি।

প্রতিটি বিষয়ের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা এই সাজেশন করা হয়েছে। আমরা বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলোকে এবং বিগত কয়েক বছরের মাধ্যমিক প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে এই সাজেশন তৈরি করেছি ২০২৩ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য

Madhyamik Suggestion 2023

Class-X
Subject-Bengali (Set-I)

Time:3 hr 15 min                                                                         Full Marks-90

১। সঠিক উত্তরটি নির্বাচন কর : ১×১৭ = ১৭
১.১ “আর সেই সুযোগেই দিব্যি একখানা দিবানিদ্রা দিচ্ছিলেন।”সুযোগটি হল—
ক) গরমের ছুটি
খ) পুজোর ছুটি
গ) বেড়াতে যাওয়ার ছুটি
ঘ) বিয়ের জন্য নেওয়া ছুটি।
১.২ সেটা পূর্বজন্মের কথা – পূর্বজন্মের কথাটি হল—
ক) বিরাগী সংসার বিমুখ
খ) বিরাগী নির্মোহ হল
গ) বিরাগী রাগের অধীন
ঘ) বিরাগী কাউকে পদধূলি দেন।
১.৩ “উনি ভুরু কুঁচকোলেন”—উনি হলেন—
ক) ইসাবের বাবা
খ) অমৃতের বাবা
গ) কালিয়ার বাবা
ঘ) অমৃতের মা।
১.৪ “বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে।'—বক্তা কে?
ক) অপূর্ব
খ) রামদাস
গ) তলওয়ার কয়
ঘ) গিরীশ।
১.৫ "আয় আরো বেঁধে বেঁধে থাকি" কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম-
ক)“মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে”
খ) জলই পাষাণ হয়ে আছে
গ) লাইনেই ছিলাম বাবা
ঘ) বাবরের প্রার্থনা ।
১.৬ ‘শোভিল কুন্ডল’—‘কুন্ডল' কোথায় শোভা পেল ?
ক) অশোকের তলে
খ) শিমূল শাখে
গ) সিংহাসন তলে
ঘ) মেঘনাদের পদতলে।
১.৭ ‘নদীর বিদ্রোহ' গল্পে প্যাসেঞ্জার ট্রেনটি—
ক) তিনটে পয়তাল্লিশের
খ) চারটে পয়তাল্লিশের
গ) পাঁচটা পয়তাল্লিশের
ঘ) ছটা পয়তাল্লিশের।
১.৮ উৎপ্রেক্ষা অতিশয়োক্তি অলংকারের সার্থক প্রয়োগ হতে পারে—
ক) অলংকার সাহিত্যে
খ) সাধারণ সাহিত্যে
গ) ব্যঞ্জনাগভী সাহিত্যে
ঘ) বৈজ্ঞানিক সাহিত্যে।
১.৯ চিনারা চিরকাল লিখে আসছে-
ক) তুলিতে
খ) খাগের কলমে
গ) ব্রোঞ্জের শলাকাতে
ঘ) কুইলে।
১.১০ বাক্যের অর্থগত প্রকারভেদের মূলে আছে—
ক) ক্রিয়ার রূপভেদ
খ) কর্তার রূপভেদ
গ) বলার বা লেখার ভঙ্গি
ঘ) কর্তার সঙ্গে ক্রিয়ার সম্পর্ক।
১.১১ ক্রিয়ার আধারকে বলা হয়—
ক) অধিকরণ
খ) করণ
গ) অপাদান
ঘ) কর্তৃ
১.১২ বিপদে মোরে রক্ষা করো—চিহ্নিত পদটি—
ক) অধিকরণ কারক
খ) নিমিত্ত কারক
গ) করণ কারক
ঘ) অপাদান কারক।
১.১৩ ‘যথেষ্ট’—এই সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্যটি হবে—
ক) ইষ্টের সহিত বর্তমান
খ) ইষ্টকে অতিক্রম না করে
গ) ইষ্টকে অতিক্রম করে
ঘ) ইষ্টের কথা ভেবে।
১.১৪ বাক্যশ্রয়ী সমাসের উদাহরণ হল-
ক) লোহালক্কড়
খ) চক্ষু অপারেশন শিবির
গ) অপরূপা
ঘ) প্রত্যক্ষ
১.১৫ “বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলআনাই বজায় আছে”–বাক্যটি হল-
ক) সরল বাক্য
খ) যৌগিক বাক্য
গ) জটিল বাক্য
ঘ) বিস্ময়সূচক বাক্য
১.১৬ ‘ঘণ্টা বাজে’—কোন বাচ্যের উদাহরণ—
ক) কর্তৃবাচ্যের
খ) কর্মবাচ্যের
গ) কর্মকর্তৃবাচ্যের
ঘ) ভাববাচ্যের।
১.১৭ ‘তোরাসব জয়ধ্বনি কর্ – বাক্যটিকে কর্মবাচ্যে পরিবর্তন।করলে হবে—
ক) তোদের সবার জয়ধ্বনি করা হোক।
খ) তোদের দ্বারা সবার জয়ধ্বনি করা হোক
গ) তোদের দ্বারা সবার জয়ধ্বনি করা হচ্ছে
ঘ) তোদের সবার জয়ধ্বনি হচ্ছে।


২। কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১৯×১=১৯ যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও :৪×১=৪
২.১ “পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে”—কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে?
২.২ “বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাত এই যে”— তফাতটা কী ?
২.৩ ‘বুড়োমানুষের কথাটা শুনো।' বুড়ো মানুষ কোন্ কথা বলেছিলেন?
২.৪ হরিদার যেকোন একটি বহুরূপী রূপের দৃষ্টান্ত দাও।
২.৫ ‘রামদাস হাসিয়া কহিল' – রামদাস কী বলেছিল?
২.২ যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ১×৪=৪
২.২.১ ‘অসুখী একজন' কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের ফলে কী কী ছড়িয়ে রইল?
২.২.২ ‘কৃপণ আলোর অন্তঃপুরে'—বলার অর্থ কী?
২.২.৩ “ত্যজ কি কিঙ্করীয়ে আজি?”–কে, কেন নিজেকে কিঙ্করী বলেছেন ?
২.২.৪ “বর্ম খুলে দ্যাখো” – বর্ম খুললে কী দেখা যায়? ২.২.৫ ‘আমাদের মাথায় বোমারু’'বোমারু শব্দটির অর্থ কী?
২.৩ যেকোন তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩×১=৩
২.৩.১ ‘কুইল ড্রাইভারস' কাদের বলা হত?
২.৩.২ রবীন্দ্রনাথের চিত্রশিল্পের সূচনা হয়েছিল কিভাবে?
২.৩.৩ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতিতে কারা ছিলেন লেখো ।
২.৩.৪ আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন— কোন্ ‘ত্রিবিধ কথার’ প্রসঙ্গ লেখক স্মরণ করেছেন?
২.৪ যেকোনো আটটি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮
২.৪.১ কারক কাকে বলে?
২.৪.২ তির্যক বিভক্তি বলতে কী বোঝ? উদাহরণ দাও।
২.৪.৩ 'পঞ্চবটী' বন। রেখাঙ্কিত পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখ।
২.৪.৪ বহুব্রীহি সমাস কাকে বলে? উদাহরণ দাও।
২.৪.৫ প্রযোজ]কর্তা বলতে কি বোঝায়, একটি উদাহরণ যোগে লেখ।
২.৪.৬ 'তপন প্রথমটায় ভাবে ঠাট্টা।'—রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো।
২.৪.৭ বাক্য নির্মাণের শর্ত তিনটে কী কী ?
২.৪.৮ উদ্দেশ্য ও বিধেয় বলতে কী বোঝ? উদাহরণ দাও।
২.৪. দেখিলাম, অনন্ত প্রসারিত নীল নভোমণ্ডল। (জটিল বাক্যে লেখো।)
২.৪.১০ তুমি সবল আমি দুর্বল'—(যৌগিক বাক্যে পরিণত করো।)
৩। প্রসঙ্গ নির্দেশ সহ কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও :৩+৩=৬
৩.১ যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১×৩=৩
৩.১.১ “ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নীচে নামাইতে পারি'—প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃতাংশের তাৎপর্য করো। ৩
৩.১.২ ইসাবের মেজাজ চড়ে গেল।'—প্রসঙ্গটি স্পষ্ট করো।৩
৩.২ যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১×৩=৩
৩.২.১ “দিব্যপুরী সমুদ্র মাঝার'—দিব্য-পুরী'র বৈশিষ্ট্য কী ছিল?
৩.২.২ “সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি।”—কার সেনাদল সেজে উঠেছে? তাদের সেজে ওঠার কারণ কী?১+২=৩
৪। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাওঃ ১×৫=৫
৪.১ ‘জ্ঞানচক্ষু’ গল্পের নামকরণ কতখানি সার্থক হয়েছে, তা আলোচনা করো। ৫
৪.২ “প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদেরচাদ স্তম্ভিত হইয়া গেল।”—প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করে নদের চাঁদ কি দেখেছিল? তার স্তম্ভিত হয়ে যাওয়ার কারণ কী? ৩+২=৫
৫। কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
৫.১ "তারে ভরা ও আপনি"– বক্তা ও শ্রোতা কারা? বক্তার এমন মন্তব্যের কারণ কী? শ্রোতাকে বক্তা কী বলে আশ্বস্ত করেন ? ১+২+২=৫
৫.২ "অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো" - কার উদ্দেশ্যএমন আবেদন ? - এমন আবেদন করার কারণ কী? এ আবেদনের তাৎপর্য ব্যাখ্যা কর।১+২+২=৫
৬। কমবেশি ১৫০০ শব্দে যেকোন ১টি প্রশ্নের উত্তর দাও।
৬.১ “কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর।”— বিষয়টি ব্যাখ্যা করো। এমন বলার কারণ কী বলে তোমার মনে হয় ? ৩+২=৫
৬.২ “বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানারকম বাধা আছে”–এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো।
৭। কমবেশি ১২৫টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১×৪=৪
৭.১ “আপনাদের কাছে এই ভিক্ষা যে, আমাকে শুধু এই আশ্বাস দিন।”—কার কাছে বক্তা ভিক্ষা চান? তিনি কী আশ্বাস প্রত্যাশা করেন। ১+৩=৪
৭.২ “জাতির সৌভাগ্য-সূর্য আজ অস্তাচলগামী।”—কোন্ জাতির কথা বলা হয়েছে? তার সৌভাগ্য-সূর্য অস্তাচলগামী বলার কারণ কী? ১+৩=৪
৮। কমবেশি ১৫০ শব্দে যেকোন দুটি প্রশ্নের উত্তর দাও : ৫=১০
৮.১ ‘ফাইট কোনি ফাইট'—সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো।
৮.২ “ক্ষিতীশ কখনো যজ্ঞিবাড়ির নিমন্ত্রণে যায় না।”—ক্ষিতীশ যজ্ঞিবাড়ির নিমন্ত্রণে যায় না কেন? বাঙালির খাদ্যাভ্যাস সম্পর্কে ক্ষিতীশের মনোভাব ব্যাখ্যা করো।৩+২=৫
৮.৩ “সাতারু অনেক বড়ো সেনাপতির থেকে।”—উদ্ধৃতিটি কার? উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। ১+৪=৫
৯। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। ৪
The Ganga rises in the Himalayas and flowes into Bay of Bengal. It is called the 'Backbone of India. If you think a little, you will see how important the river is. In flood time it fertilised Either the land laying on either side.
১০। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও : ১x৫=৫
১০.১ . প্লাস্টিক দূষণ পরিবেশের কতখানি ক্ষতি করে সে বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।
১০.২ একজন ট্যাক্সিচালকের সততার বিষয়টি উল্লেখ করে একটি প্রতিবেদন রচনা করো।
১১। কমবেশি ৪০০টি শব্দে যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। ১০x১=১০
১১.১ বীর সন্ন্যাসী বিবেকানন্দ ও যুবসমাজ।
১১.২ বিজ্ঞান ও কুসংস্কার।
১১.৩ জীবনচরিত পাঠের প্রয়োজনীয়তা।
১১.৪ বাংলার ঋতুবৈচিত্র্য

মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩

     মাধ্যমিক  সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 (Madhyamik 2023 / WB Madhyamik 2023 / MP Exam 2023 / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam 2023 / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha 2023 ) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে www.webengalstudents.in এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) সমস্ত বিষয়ের পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik All Subjects Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE All Subjects Suggestion / Madhyamik Class 10th All Subjects Suggestion 2023 / Class X All Subjects Suggestion / Madhyamik Pariksha All Subjects Suggestion / All Subjects Madhyamik Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question and Answer / Madhyamik All Subjects Suggestion 2023 FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা সম্পন্ন হলো । আমাদের ছোট প্রচেষ্টা ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে আমরা খুশি হব।আমাদের প্রয়াস  মাধ্যমিক সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 / দশম শ্রেণী সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ / পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ / দশম শ্রেণী সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ (Madhyamik All Subjects Suggestion 2023 / West Bengal Board of Secondary Education – WBBSE All Subjects Suggestion 2023 / Madhyamik Class 10th All Subjects Suggestion 2023 / Class X All Subjects Suggestion 2023 / Madhyamik Pariksha All Subjects Suggestion 2023 / Madhyamik All Subjects Exam Guide 2023 / Madhyamik All Subjects MCQ , Short , Descriptive  Type Question and Answer 2023 / Madhyamik All Subjects Suggestion 2023 FREE PDF Download) সফল হবে।

ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik Suggestion 2023" মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ ” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই  www.webengalstudents.in  ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি অনুসরণ করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

মাধ্যমিক বাংলা সাজেশন 2023 (সেট-I)

মাধ্যমিক ইংরেজি সাজেশন 2023 (সেট-I)

মাধ্যমিক গণিত সাজেশন 2023            

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2023

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023

মাধ্যমিক ভূগোল সাজেশন 2023

Post a Comment

0 Comments