মাধ্যমিক সাজেশন ২০২৩|Madhyamik Test Series |History (Set-I)|Madhyamik Suggestion 2023| WB Madhyamik 2023| Class 10 | Madhyamik 2023 |

মাধ্যমিক সাজেশন ২০২৩

Madhyamik Suggestion 2023

আপনি কি আসন্ন মাধ্যমিক পরীক্ষার সাজেশন পিডিএফে ডাউনলোড করতে চাইছেনতাহলে আপনি সঠিক ওয়েবসাইটে রয়েছেন। আমরা এই ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষার সাথে জড়িত সমস্ত কিছু অর্থাৎ প্রশ্নপত্রসাজেশন,মডেল প্রশ্ন শেয়ার করেছি

সাজেশন পাশাপাশি প্রশ্নপত্র আপলোড করা হয়েছে। বিগত কয়েক বছরের প্রশ্ন এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। পোস্টটি সঠিকভাবে পড়ুন যাতে আপনি মাধ‍্যমিক প্রশ্নপত্রে সমস্ত তথ্য পেতে পারেন। এখানে সমস্ত প্রশ্নপত্রের নমুনা প্রশ্নপত্র রয়েছে। বিগত বহু বছরের প্রশ্নটি এখানে দেওয়া হয়। এটি অবশ্যই আপনাকে আসন্ন পরীক্ষার প্রশ্নপদ্ধতি জানতে সহায়তা করবে। আমাদের পোস্টের একটিমাত্র উদ্দেশ্য রয়েছে যাতে শিক্ষার্থীরা সমস্ত সঠিক তথ্য পেতে পারে। এই ব্লগে প্রশ্নপত্র প্রকাশের একমাত্র উদ্দেশ্য হ'ল শিক্ষার্থীদের প্রশ্নের ফর্ম্যাট বুঝতে সহায়তা করা। এখানে আপনি পিডিএফ আসল প্রশ্নপত্র ডাউনলোড করতে পারেন। প্রশ্নটি পিডিএফে ডাউনলোড করুন

History suggestion

WBBSE Madhyamik Exam Suggestion 2023

মাধ্যমিক সমস্ত বিষয়ের 2023 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ – Madhyamik All Subjects Suggestion 2023 নিচে দেওয়া রয়েছে। মাধ্যমিক  সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ MCQ, সংক্ষিপ্তঅতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik All Subjects Examination 2023 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।  আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর পরীক্ষার জন্য Madhyamik All Subjects Suggestion 2023 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ খুঁজে চলেছেনতারা নিচে দেওয়া Madhyamik All Subjects Suggestion 2023 – মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। Madhyamik All Subjects 2023 পরীক্ষা তে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি।

প্রতিটি বিষয়ের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা এই সাজেশন করা হয়েছে। আমরা বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলোকে এবং বিগত কয়েক বছরের মাধ্যমিক প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে এই সাজেশন তৈরি করেছি ২০২৩ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য

Madhyamik Suggestion 2023
Class-X
Subject-History (Set-I)

বিভাগ-

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : ১×২০=২০
১.১ সাব-অল্টার্ন গোষ্ঠীর একজন বিখ্যাত ঐতিহাসিক হলেন-
ক) রণজিৎ গুহ
খ) ম্যাক্স ওয়েবার
গ) ফার্নান্দ ব্ৰদেল
ঘ) মার্ক ব্লখ
১.২ "আলালের ঘরে দুলাল" গ্রন্থটি লিখেছিলেন—
ক) কালীপ্রসন্ন সিংহ
খ) হরিনাথ মজুমদার
গ) প্যারীচাঁদ মিত্র
ঘ) প্রসন্নকুমার ঠাকুর
১.৩ হিন্দু মেলার পূর্ব নাম ছিল—
ক) বৈশাখী মেলা
খ) মিত্র মেলা
গ) চৈত্রমেলা
ঘ) ফাল্গুন মেলা
১.৪ কোন বাঙালি সর্বপ্রথম শব ব্যবচ্ছেদ করেন—
ক) উমাচরণ শেট
খ) তারকনাথ পালিত
গ) নীলরতন সরকার
ঘ) মধুসূদন গুপ্ত
১.৫ প্রথম ভারতীয় অরণ্য পাশ হয়—
ক) ১৮৬৩ খ্রিস্টাব্দে
খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
১.৬ সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় কোন উপন্যাসে ?
ক) আনন্দমঠ
খ) গোরা
গ) কমলাকান্তের দপ্তর
ঘ) পথের দাবী
১.৭ বাংলায় ওয়াহাবি আন্দোলনের সময় গভর্নর জেনারেল ছিলেন—
ক) লর্ড বেন্টিঙ্ক
খ) ওয়ারেন হেস্টিংস
গ) লর্ড হেস্টিংস
ঘ) লর্ড ক্যানিং
১.৮ বাংলাদেশের সর্বপ্রথম ছাপাখানার মালিক ছিলেন—
ক) চার্লস ইউলকিন্স
খ) জন অ্যান্ড্রুজ
গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
ঘ) পঞ্চানন কর্মকার
১.৯ বর্তমান ভারত প্রকাশিত হয়—
ক) প্রবাসী পত্রিকায়
খ) উদ্বোধন পত্রিকা
গ) দেশ পত্রিকায়
ঘ) বঙ্গদর্শন পত্রিকায়
১.১০
 লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন—
ক) কাজী নজরুল ইসলাম
খ) এস এ ডান্সে
গ) মুজাফফর আহমেদ
ঘ) হরিশ চন্দ্র চট্টোপাধ্যায়
১.১১
 A.I.T.U.C প্রতিষ্ঠিত হয়—
ক) ১৯১৭ খ্রিস্টাব্দে
খ) ১৯২০ খ্রিস্টাব্দে
গ) ১৯২৭ খ্রিস্টাব্দে
ঘ) ১৯২৯ খ্রিস্টাব্দে
১.১২
 অযোধ্যায় কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন—
ক) বাবা রামচন্দ্ৰ
খ) মাদারি পাসি
গ) বাসুদেব বলবন্ত ফাদকে
ঘ) সর্দার বল্লভ ভাই প্যাটেল
১.১৩
 'দেশ প্রাণ' আখ্যা দেওয়া হয়—
ক) বীরেন্দ্রনাথ শাসমলকে
খ) চিত্তরঞ্জন দাসকে
গ) সুভাষচন্দ্র বসুকে
ঘ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদীকে
১.১৪
 সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল—
ক) বেঙ্গল ভলান্টিয়ার্স
খ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
গ) অনুশীলন সমিতি
ঘ) গদর দল
১.১৫
 "নারী কর্ম মন্দির" প্রতিষ্ঠা করেন—
ক) বাসন্তী দেবী
খ) ঊর্মিলা দেবী
গ) লীলা নাগ
ঘ) কল্পনা দত্ত
১.৬ "ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন"-এর সম্পাদক ছিলেন—
ক) মহেন্দ্রলাল সরকার
খ) জগদীশচন্দ্র বোস
গ) সত্যেন্দ্রনাথ বোস
ঘ) প্রফুল্ল চন্দ্র রায়
১.১৭
 তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান নেতা ছিলেন—
ক) সতীশচন্দ্র সামন্ত
খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
গ) চিত্তরঞ্জন দাস
ঘ) রাসবিহারী বসু
১.১৮
 ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন—
ক) ভি পি মেনন
খ) বল্লভ ভাই প্যাটেল
গ) জহরলাল নেহেরু
ঘ) রাজেন্দ্র প্রসাদ
১.১৯
 জুনাগড় রাজ্যের ভারতভুক্তি ঘটে—
ক) ১৯৪৯ খ্রিস্টাব্দে
খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
গ) ১৯৬১ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৫৪ খ্রিস্টাব্দে
১.২০
 'Pakistan or Partition of India' গ্রন্থটি রচনা করেন—
ক) খুশবন্ত সিং
খ) ডঃ ভীমরাও আম্বেদকর
গ) লিয়াকত আলি খান
ঘ) মৌলানা আবুল কালাম আজাদ ।

বিভাগ-খ

২। যেকোনো 16টি প্রশ্নের উত্তর দাও।

(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে)
উপবিভাগ-২.১

একটি বাক্যে উত্তর দাও : ১×৪=৪
২.১.১ ‘ফিউডাল সোসাইটি' গ্রন্থটি কে রচনা করেন?
২.১.২ ‘গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
২.১.৩ চিত্রকলার ইতিহাসে কে আধুনিকতার পথিকৃৎ' নামে পরিচিত?
২.১.৪ স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন?

উপবিভাগ -২.২

ঠিক না ভুল নির্ণয় কর :- ১×৪=৪
২.২.১ ‘হুতুম প্যাঁচার নকশা' গ্রন্থটির মধ্য দিয়ে লেখক বাবু কালচার এর তীব্র নিন্দা প্রকাশ করেন।
২.২.২ ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা।
২.২.৩ গোলদিঘির গোলাম খানা' বলা হতো কলকাতা বিজ্ঞান কলেজকে।
২.২.৪ মাস্টারদা সূর্যসেন অলিন্দ যুদ্ধের সাথে জড়িত ছিলেন।

উপবিভাগ-২.৩

'' স্তম্ভের সাথে '' স্তম্ভ মেলাও: ১×৪=৪

'' স্তম্ভ

'' স্তম্ভ

২.৩.১ ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন

(১) তারকনাথ পালিত

২.৩.২ বেঙ্গল কেমিক্যালস

(২) রশিদ আলি

২.৩.৩ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট

(৩) প্রফুল্ল চন্দ্র রায়

২.৩.৪ আজাদ হিন্দ ফৌজ

(৪) রাধাকান্ত দেব


উপবিভাগ-২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো। ১×৪=৪
২.৪.১ ) দেশীয় রাজ্য হায়দ্রাবাদ
২.৪.২ ) মীরাট
২.৪.৩) জম্মু ও কাশ্মীর
২.৪.৪ ) পাঞ্জাব

উপবিভাগ-২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন কর : ১×৪=৪
২.৫.১ বিবৃতি : স্বামী বিবেকানন্দ ‘বর্তমান ভারত' গ্রন্থটি রচনা করেন।
ব্যাখ্যা ১ : তার উদ্দেশ্য ছিল বর্তমান ভারতের রূপ বর্ণনা করা।
ব্যাখ্যা ২ : হিন্দু ধর্মের আদর্শ প্রচার করা।
ব্যাখ্যা ৩ : জাতীয়তাবাদের বিকাশ ঘটানোর জন্য।
২.৫.২ বিবৃতি : বিপ্লবী আন্দোলনে বাঙালি নারীরা সবচেয়ে এগিয়ে ছিল।
ব্যাখ্যা ১ : বাংলায় নারী শক্তির জাগরণ ঘটেছিল সবার আগে।
ব্যাখ্যা ২ : বাঙালি নারীরা স্বভাবতই বিপ্লবী ছিলেন।
ব্যাখ্যা ৩: বাঙালি পুরুষরা নারীদের বিপ্লব আন্দোলন অংশগ্রহণ করিয়েছিলেন।
২.৫.৩ বিবৃতি : ১৯০৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।
ব্যাখ্যা ১: কারিগরি শিক্ষা দানের উদ্দেশ্যে।
ব্যাখ্যা ২ : বৈজ্ঞানিক গবেষণা উন্নতির উদ্দেশ্যে।
ব্যাখ্যা ৩ : জাতীয় শিক্ষার প্রসার ঘটানোর উদ্দেশ্যে।
২.৫.৪ বিবৃতি : শিক্ষিত বাঙালি সমাজ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে সমর্থন করেনি।
ব্যাখ্যা ১ : বিদ্রোহীরা বহু সাধারণ মানুষকে হত্যা করেছিল।
ব্যাখ্যা ২ : এই বিদ্রোহ ছিল মূলত অশিক্ষিতদের বিদ্রোহ।
ব্যাখ্যা ৩ : শিক্ষিত বাঙালির অনেকেই ব্রিটিশ শাসনকে
দেশের পক্ষে মঙ্গলজনক বলে মনে করত।

বিভাগ—গ

৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যেকোনো ১১টি) ২×১১=২২
৩.১ ইতিহাস চর্চায় আঞ্চলিক ইতিহাসের গুরুত্ব লেখ।
৩.২ ইন্টারনেটের দুটি সুবিধা উল্লেখ কর।
৩.৩ ‘বামাবোধিনী' পত্রিকার গুরুত্ব কী ছিল?
৩.৪ ‘ক্রম নিম্ন পরিশ্রুত নীতি' বলতে কী বোঝ ?
৩.৫ কে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
৩.৬ “তারিখ ই মোহাম্মদিয়া' বলতে কী বোঝো?
৩.৭ ভারতীয় ব্রাহ্মসমাজ কেন বিভক্ত হয়েছিল ?
৩.৮ চৌরিচৌরার ঘটনা কি?
৩.৯ ‘শ্রীরামপুর ত্রয়ী’ কারা ?
৩.১০
 কানপুর ষড়যন্ত্র' মামলা কি?
৩.১১
 তেভাগা আন্দোলনের গুরুত্ব কী ছিল?
৩.১২
 গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেছেন?
৩.১৩
 রশিদ আলী দিবস কি?
৩.১৪
 ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়?
৩.১৫
 - লীলা নাগ ইতিহাসে কেন বিখ্যাত?
৩.১৬
 রাজ্য পুনর্গঠন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? এর সদস্য কারা ছিলেন?

বিভাগ—ঘ

৪. সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে) ৪×৬=২৪

উপবিভাগ-ঘ.১

৪.১ ইতিহাসের উপাদান হিসেবে সত্তর বৎসরের গুরুত্ব আলোচনা কর।
৪.২ নব্য বেদান্ত কি? এক্ষেত্রে বিবেকানন্দের মূল ভাবনা ব্যক্ত করো।

উপবিভাগ-ঘ.২

৪.৩ সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ কর।
৪.৪ জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাসের কি ভূমিকা ছিল ব্যক্ত কর।

উপবিভাগ-ঘ.৩

৪.৫ উনিশ শতকের বাংলায় কারিগরি ও বিজ্ঞান শিক্ষার প্রসারে কলকাতা বিজ্ঞান কলেজ ও বসু বিজ্ঞান মন্দির- এর কি ভূমিকা ছিল বিশ্লেষণ কর।
৪.৬ টিকা লেখ—বরদৌলি সত্যাগ্রহ

উপবিভাগ-ঘ. ৪

৪.৭ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণের চরিত্র সংক্ষেপে লেখ।
৪.৮ ১৯৪৭
 খ্রিস্টাব্দের পরবর্তীতে উদ্বাস্তু সমস্যা ও তার সমাধান কিভাবে হয়েছিল ব্যক্ত কর।

বিভাগ—ঙ

৫। পনের বা ষোলটি বাক্যে উত্তর দাও (যেকোনো একটি) ৮×১=৮
৫.১ প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব কি? পাশ্চাত্য শিক্ষার প্রসারে রাজা রামমোহন রায় ও রাধাকান্ত দেবের ভূমিকা পর্যালোচনা কর । ৩+৫=৮
৫.২ অসহযোগ ও আইন অমান্য আন্দোলনে নারীদের অবদান বিশ্লেষণ কর। ৪+৪=৮
৫.৩ দলিত অধিকার নিয়ে গান্ধী-আম্বেদকর বিতর্ক সম্পর্কে যা জানো লেখ। দলিত আন্দোলনের বিকাশের ইতিহাস পর্যালোচনা কর। ৪+৪=৮

মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩

     মাধ্যমিক  সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 (Madhyamik 2023 / WB Madhyamik 2023 / MP Exam 2023 / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam 2023 / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha 2023 ) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে www.webengalstudents.in এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) সমস্ত বিষয়ের পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik All Subjects Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE All Subjects Suggestion / Madhyamik Class 10th All Subjects Suggestion 2023 / Class X All Subjects Suggestion / Madhyamik Pariksha All Subjects Suggestion / All Subjects Madhyamik Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question and Answer / Madhyamik All Subjects Suggestion 2023 FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা সম্পন্ন হলো । আমাদের ছোট প্রচেষ্টা ছাত্রছাত্রীপরীক্ষার্থীদের উপকারে লাগলে আমরা খুশি হব।আমাদের প্রয়াস  মাধ্যমিক সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 / দশম শ্রেণী সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ / পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ / দশম শ্রেণী সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ (Madhyamik All Subjects Suggestion 2023 / West Bengal Board of Secondary Education – WBBSE All Subjects Suggestion 2023 / Madhyamik Class 10th All Subjects Suggestion 2023 / Class X All Subjects Suggestion 2023 / Madhyamik Pariksha All Subjects Suggestion 2023 / Madhyamik All Subjects Exam Guide 2023 / Madhyamik All Subjects MCQ , Short , Descriptive  Type Question and Answer 2023 / Madhyamik All Subjects Suggestion 2023 FREE PDF Download) সফল হবে।

ছাত্রছাত্রীপরীক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik Suggestion 2023" মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ ” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই  www.webengalstudents.in  ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি অনুসরণ করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন ধন্যবাদ।

মাধ্যমিক বাংলা সাজেশন 2023 (সেট-I)

মাধ্যমিক ইংরেজি সাজেশন 2023

মাধ্যমিক গণিত সাজেশন 2023           

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2023

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023

মাধ্যমিক ভূগোল সাজেশন 2023

Post a Comment

0 Comments