দর্শন। Philosophy Honours ।অনার্স।২০২১।দ্বিতীয় সেমেস্টার।CC-4|

Calcutta University Question Paper

2021

PHILOSOPHY HONOURS

Paper: CC-4

(History of Western Philosophy-I)

Full Marks : 65

Calcutta University Question Paper


Candidates are required to give their answers in their own words as far as practicable.

প্রান্তলিখিত সংখ্যাগুলি পূর্ণমান নির্দেশক।

Download Philosophy Question Paper

১। সঠিক উত্তরটি বেছে নাও (যে-কোনো দশটি) :১×১০
(ক) লকের মতে দ্রব্যের ধারণা হল
(অ) সরল ধারণা
(আ) জটিল ধারণা
(ই) কৃত্রিম ধারণা
(ঘ) সহজাত ধারণা।
(খ) নিম্নলিখিত গুণগুলির মধ্যে - গৌণগুণের উদাহরণ নয়।
(অ) পাকা আমের মিষ্টি স্বাদ
(আ) ঘণ্টার ধ্বনি
(ই) মুদ্রার গোলাকৃতি
(ঈ) আকাশের নীল রং।
(গ) লকের মতে মানবমনের পক্ষে সর্বাপেক্ষা স্পষ্ট ও সুনিশ্চিত জ্ঞান হল-
(অ) স্বজ্ঞামূলক জ্ঞান
(আ) প্রমাণমূলক জ্ঞান
(ই) সংবেদনমূলক জান
(ঈ) এদের কোনোটিই নয়।
(ঘ) বার্কলের দার্শনিক মতবাদ ___________ নামে পরিচিত
(অ) বিষয়গত ভাববাদ
(আ) সবিচার ভাববাদ
(ই) আত্মগত ভাববাদ
(ঈ) সরল বস্তুবাদ।
(ঙ) বার্কলের মতে 'জড়' হল একটি
(অ) বিশেষ বস্তু
(আ) সাধারণ ধারণা
(গ) বিমূর্ত ধারণা
(ঈ) এদের কোনোটিই নয়।
(চ) বার্কলে মনে করেন যে আমাদের সংবেদনমূলক ধারণার (ideas of sensation) কারণ
(অ) অন্য কোনো ধারণা
(আ) অসীম মন
(গ) জড়বস্তু
(ঘ) সসীম মন।
(ছ) ব্যক্তিক অভিন্নতা' (Personal Identity) কল্পনাজাত বলে মনে করেন
(অ) লক
(আ) বার্কলে
(ই) হিউম
(ঈ) কান্ট।
(জ) হিউমের মতে বাস্তব ব্যাপার বিষয়ক জ্ঞানের ভিত্তি হল
(অ) মুদ্রণ
(আ) বিশ্বাস
(ই) ধারণা
(ঈ) স্বজ্ঞা।
(ঝ) নিম্নলিখিত বচনগুলির মধ্যে কোনটি বাস্তব ব্যাপার-বিষয়ক বচন নয় ?
(অ) মানুষ স্বার্থপর
(আ) গোলাপফুল সুগন্ধযুক্ত
(ই) ৫×৬ = ৩০
(ঈ) বরফ সাদা।
(ঞ) ক্রিটিক অব পিয়োর রিজন গ্রন্থের রচয়িতা
(অ) প্লেটো
(আ) কান্ট
(ই) হিউম
(ঈ) বার্কলে।
(ট) কান্ট বলেন যে '৭+৫=১২' হল
(অ) পূর্বতঃসিদ্ধ বিশ্লেষক অবধারণ
(আ) পূর্বতঃসিদ্ধ সংশ্লেষক অবধারণ
(ই) পরতসাধ্য সংশ্লেষক অবধারণ
(ঈ) পরতসাধ্য বিশ্লেষক অবধারণ।
(ঠ) কান্টের মতে পূর্বতঃসিদ্ধতার নির্ণায়ক হল
(অ) সার্বিকতা
(আ) অবশ্যম্ভবতা
(ই) উভয়
(ঈ) কোনোটিই নয়।

Download Honours Question Paper

২। সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো পাঁচটি) :৫×৫
(ক) লকের দ্রব্যতত্ত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও।
(খ) লককে অনুসরণ করে জ্ঞানের বিভিন্ন মাত্রা উদাহরণসহ আলোচনা করো।
(গ) অস্তিত্ব প্রত্যক্ষনির্ভর — বার্কলের সূত্রটির অর্থ নিরূপণ করো।
(ঘ) বার্কলের মতবাদ কি অহংসর্বস্ববাদে পরিণত হয়? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
(ঙ) আমাদের সব ধারণা কি মুদ্রণের অনুলিপি? হিউমকে অনুসরণ করে উত্তর দাও।
(চ) হিউম কীভাবে ধারণার সম্বন্ধবিষয়ক বচন ও বাস্তব ব্যাপারবিষয়ক বচনের মধ্যে পার্থক্য করেন?
(ছ) কান্ট কীভাবে দেশকে পূর্বতঃসিদ্ধ অনুভবরূপে প্রমাণ করেন?
(জ) কান্টের বিচারবাদের মূলকথা সংক্ষেপে আলোচনা করো।

CU Honours Question Paper

৩। যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
(ক) লকের প্রতিরূপী বস্তুবাদ সবিচার ব্যাখ্যা করো।১০+৫
(খ) বিমূর্ত ধারণা কাকে বলে? বার্কলে কীভাবে বিমূর্ত ধারণা খণ্ডন করেন? তাঁর দর্শনে এই খণ্ডনের তাৎপর্য নিরূপণ করো।২+৮+৫
(গ) হিউম কি কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ সম্পূর্ণভাবে অস্বীকার করেন? আলোচনা করো।১৫
(ঘ) কান্ট কীভাবে বিশ্লেষক ও সংশ্লেষক অবধারণের মধ্যে পার্থক্য করেন? এই পার্থক্য কি গ্রহণযোগ্য? কান্টাকে অনুসরণ করে 'প্রত্যেক ঘটনার কারণ আছে এই অবধারণটির প্রকৃতি ব্যাখ্যা করো।৬+৪+৫

Post a Comment

0 Comments